ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার হরিজন পল্লীর আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
খুলনার হরিজন পল্লীর আগুন নিয়ন্ত্রণে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনার সোনাডাঙ্গা হরিজন পল্লীর আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে নগরীর বয়রা ও টুটপাড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।

তবে আগুনের সূত্রপাতের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ।
 
নগরীর সোনাডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর বাংলানিউজকে জানান, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হরিজন পল্লীর ২টি ঘর পুড়ে গেছে।

** খুলনায় হরিজন পল্লীতে আগুন

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
এমআরএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।