ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
ময়মনসিংহে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলার দিঘারকান্দা এলাকায় শিমুল (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় সোহান নামে গুলিবিদ্ধ আরেক যুবকের অবস্থা আশঙ্কাজনক।

তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় দিঘারকান্দা কাদুরবাড়ি এলাকার কবির ও ভুট্টোর কাছে পাওনা টাকা নিয়ে স্থানীয় রনি, শিমুল ও সোহানদের মধ্যে বাকবিতণ্ডা বাধে। সংঘর্ষের এক পর্যায়ে কবির-ভুট্রোর পক্ষের গুলিতে শিমুল (২৮) ও সোহান (৩০) গুলিবিদ্ধ হন।

হাসপাতালে নেওয়ার পথে মারা যান শিমুল। আর গুলিবিদ্ধ সোহানসহ এ ঘটনায় আহত আরও ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, প্রতিপক্ষের গুলিতে শিমুল মারা গেছেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার বিস্তারিত তথ্য দিতে পারেননি ওসি।

বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।