ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে একটি বাড়িতে প্রতিপক্ষের অগ্নিসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
ময়মনসিংহে একটি বাড়িতে প্রতিপক্ষের অগ্নিসংযোগ ছবি: প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি গোলাপজান রোড এলাকায় মেহেদী নামের এক তরুণের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে বাড়িটিতে অগ্নিসংযোগ করা হয়।



খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহীদুর রহমান।

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) দুলাল আকন্দ জানান, কী ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি। আমরা ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি।

স্থানীয় একটি সূত্র জানায়, ওই এলাকার অপু গ্রুপ ও আরেক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।