ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় পাওয়ার টিলার চাপায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
চুয়াডাঙ্গায় পাওয়ার টিলার চাপায় ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় পাওয়ার টিলারের চাপায় রান্নু বিশ্বাস (৩২) নামে এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাওয়ার টিলারের চালক শরিফুল ইসলাম (৪৫)।



শনিবার (০৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রান্নু ঝিনাইদহের বিষয়খালী গ্রামের আতর  আলীর ছেলে।

আহত শরিফুল ইসলাম একই এলাকার আজিবর মন্ডলের ছেলে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহতের পরিবারের সদস্যদের কাছে তার মৃতদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।