ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ছাত্র আহতের ঘটনায় বাস ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
জয়পুরহাটে ছাত্র আহতের ঘটনায় বাস ভাঙচুর

জয়পুরহাট: জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় সিনজিচালিত অটোরিকশার ধাক্কায় মাহবুব আলম নামে অনার্স প্রথমবর্ষের এক ছাত্র আহতের ঘটনায় একটি বাস ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

রোববার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটে।



আহত মাহবুব আলম আক্কেলপুর উপজেলার দুলালী গ্রামের মিঠু বাবুর ছেলে ও আক্কেলপুর এমআর কলেজের ছাত্র।

মাহবুব আলমের বড় ভাই মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সকালে আক্কেলপুর থেকে মোটরসাইকেলে করে জয়পুরহাট যাচ্ছিলেন মাহবুব। পথে নতুনহাট এলাকায় একটি অটোরিকশার ধাক্কায় আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা জয়পুরহাট-আক্কেলপুর সড়ক অবরোধ করেন। এ সময় তারা একটি বাস ভাঙচুর করেন।

জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) আ. খালেক জানান, বাসটি থানা হেফাজতে রয়েছে। সড়ক অবরোধের কারণে আধাঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে বলেও ‍জানান তিনি।

অপরদিকে, জয়পুরহাট-পাঁচবিবি সড়কের লতিহাটি এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে চার যাত্রী আহত হয়েছেন। তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, পাঁচবিবি উপজেলার বাগুয়ান গ্রামের জাবেদা বেগম (৬০), সাহেরা বেগম (৫৫), কোতোয়ালি বাগের শহিদা বেগম (৫৫) ও জয়পুরহাট সদরের ফরিদা বেগম।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।