ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বর্তমানের চেয়ে দ্বিগুন কর্মী নেবে কাতার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
বর্তমানের চেয়ে দ্বিগুন কর্মী নেবে কাতার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি

ঢাকা: ২০১৫ সালে বাংলাদেশ থেকে কাতারে এক লাখ ২৩ হাজর ৯৬৫ জন কর্মী গেছেন। এখন থেকে এর চেয়ে দ্বিগুন সংখ্যক কর্মী নেবে মধ্যপ্রাচ্যের দেশটি।

এ বিষয়ে আলোচনা করতে আগামী মার্চের প্রথম সপ্তাহে ঢাকায় দু’দেশের যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার (০৭ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি এসব কথা বলেন।

তিনদিনের কাতার সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, কাতার সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি এবং প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রী ড. ঈসা সাদ আলজাফালি আল নুয়াইমির সঙ্গে অত্যন্ত আন্তরিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‘২০১৫ সালে এক লাখ ২৩ হাজার ৯৬৫ জন কর্মী গেছেন কাতারে। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ চলছে।

এজন্য দেশটিতে নির্মাণকর্মী, সেবাখাত ও বিভিন্ন সেক্টরে ব্যাপক চাহিদা রয়েছে। এমনও হতে পারে চলতি বছরে দুই লক্ষাধিক কর্মী যেতে পারে কাতারে,’ যোগ করেন নূরুল ইসলাম বিএসসি।  

এর আগে লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী দুই বছরে তিন লক্ষাধিক কর্মী যাবে দেশটিতে। এসব কর্মী নিতে আগামী মার্চের প্রথম সপ্তাহে ঢাকায় উভয় দেশের যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

‘দক্ষ ও কম দক্ষ কর্মী নিতেই দেশটির বেশি আগ্রহ’-এমনটা জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন,  কাতারের প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রী আমাদের বলেছেন তারা বাংলাদেশ থেকে বিক্রয়কর্মী, নার্স, ডাক্তার, প্রকৌশলী ও অফিস কর্মচারীসহ সব খাতে কর্মী চান।

বেতন-ভাতা এবং অভিবাসন ব্যয় কত হবে? জানতে চাইলে তিনি বলেন, সেটা উভয় দেশের যৌথ কমিটি বসেই ঠিক করবে। দেশটিতে বর্তমানে ন্যূনতম বেতন ৭শ’ রিয়াল, তা বৃদ্ধি করে ১২শ’ রিয়াল করারও প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রী জানান, বৈঠকে বাংলাদেশি কর্মীরা নামাজি কিনা সে বিষয়টি জানতে চেয়েছে কাতার।

এ বিষয়ে তিনি বলেন, ‘আগে কাতার সরকার জানতো বাংলাদেশ ৭৫ শতাংশ মুসলিম অধিবাসীর দেশ। কিন্তু আমরা তাদের বলেছি, বাংলাদেশের ৯৫ ভাগই মুসলিম। তখন তারা বলেছেন, তোমরা আমাদের ভাই, তোমাদের দেশ থেকে অধিক সংখ্যক দক্ষ ও আধাদক্ষ কর্মী নিতে অগ্রাধিকার দেওয়া হবে। ’

কর্মী নেওয়ার ক্ষেত্রে নামাজির প্রশ্ন কেন? জানতে চাইলে মন্ত্রী বলেন, তারাই আমাদের কাছে জানতে চেয়েছিলেন আমাদের দেশের লোক নামাজি কিনা? আমরা তাদের বলেছি, হ্যাঁ- অধিকাংশ মানুষই নামাজি। ’

জঙ্গি দমনে বাংলাদেশ জিরো টলারেন্স বলেও কাতারের প্রধানমন্ত্রী এবং প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রীকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন নূরুল ইসলাম বিএসসি।     

সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএইটি) মহাপরিচালক বেগম শামসুন নাহার, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্দ জুলহাস, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুর রউফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

** ২ বছরে ৩ লাখ কর্মী নেবে কাতার

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬, আপডেট: ১৩৫৪ ঘণ্টা
জেপি/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।