ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে শীতার্তদের মাঝে ল্যাবএইডের কম্বল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
কুড়িগ্রামে শীতার্তদের মাঝে ল্যাবএইডের কম্বল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছে ল্যাবএইড ফাউন্ডেশন।

রোববার (৭ ফেব্রুয়ারি) ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উপজেলার নাগেশ্বরী ডিগ্রি কলেজ মাঠে এ কম্বল বিতরণ করা হয়। বিতরণ করেন মো. মনোয়ার হোসেন ও মো. বাবুল আক্তার।

এসময় ল্যাবএইডের উচ্চ পদস্থ কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম সরকার, নাগেশ্বরী ডিগ্রি কলেজের অধ্যাপক মো. আজহারুল ইসলাম আল-আমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
আরএইচএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।