ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হাকিমপুর পৌরসভার মেয়র-কাউন্সিলরের দায়িত্ব গ্রহণ

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
হাকিমপুর পৌরসভার মেয়র-কাউন্সিলরের দায়িত্ব গ্রহণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার চতুর্থ পরিষদের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরা দায়িত্বভার গ্রহণ করেছেন।

এ সময় তাদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।



রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় হাকিমপুর পৌরসভা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে নব নির্বাচিত মেয়র, কাউন্সিলরদের হাকিমপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

পরে পৌরসভার পক্ষ থেকে নব নির্বাচিত মেয়র মো.জামিল হোসেন চলন্ত সভার প্রধান অতিথি দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরীকে বরণ করে নেন।

পরে হাকিমপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান সিদ্দিক হাকিমপুর পৌরসভার বিভিন্ন খাত বাবদ প্রায় ৯০ লাখ টাকা ‌ঋণসহ হাকিমপুর পৌরসভার ক্ষমতা নব নির্বাচিত মেয়র মো. জামিল হোসেন চলন্তের কাছে বুঝিয়ে দেন। এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরও উপস্থিত ছিলেন।

সভায় হাকিমপুর (হিলি) পৌরসভার নব নির্বাচিত মেয়র মো. জামিল হোসেন চলন্ত তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য পৌরবাসীকে ধন্যবাদ জানান।

এছাড়‍াও সবাইকে সঙ্গে নিয়ে যেন আগামী দিনে হাকিমপুর (হিলি) পৌরসভার সব দায় দেনা মুক্ত হয়ে একটি আধুনিক পৌরসভা গঠন করতে পারেন সে জন্যে তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা চান।

তৌহিদুর রহমান তৌহিদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী।

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ হারুনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।