ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ছাত্রী ধর্ষণের অভিযোগ, নারীসহ আটক ২

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
আশুলিয়ায় ছাত্রী ধর্ষণের অভিযোগ, নারীসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জিসান ওরফে বিজু নামে স্থানীয় এক মাদক ব্যবসায়ী ও তার কথিত স্ত্রীকে আটক করেছে পুলিশ।

রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।



এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানায়, বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) পলাশবাড়ি এলাকার ফরিদ মাস্টার মডেল একাডেমির ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জিসান ওরফে বিজুকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৬৩ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় কথিত স্ত্রী জান্নাতুর নামে এক তরুণীকে। তার বিরুদ্ধেও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগ পাওয়া গেছে।

এরই পরিপ্রেক্ষিতে রোববার সকালে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শিশুটির বাবা বাবু মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে ফেরার পথে তার পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়েকে লতিফ নামে একজনের সহায়তায় পথ থেকে কৌশলে তুলে নিয়ে নিজ বাড়ির কক্ষে নিয়ে আটকে রাখে স্থানীয় বখাটে জিসান ওরফে বিজু। রাতভর আটকে রেখে তার উপর পাশবিক নির্যাতন চালায় বিজু। এঘটনা কাউকে জানালে পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়ে পরের দিন ছেড়ে দেয় জিসান।

এছাড়া জিসান স্থানীয় চিহ্নিত সস্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিভিন্ন অভিযোগ ও একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ জানায়।

এদিকে ধর্ষণের শিকার ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসি কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদীর।   

বাংলাদেশ সময়:১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এসএনএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।