ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার রোগীদের অর্থ সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার রোগীদের অর্থ সহায়তা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা হিসেবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়।



এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রবিউল ইসলাম।

বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আর্থিক সহায়তায় জেলার মোট ১৭ জনের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়।

পরে এলাকার ১৭ জন অসহায় দরিদ্র প্রতিবন্ধীদের মাঝেও এককালিন অনুদানের টাকা তুলে দেন অতিথিরা। এ সময় তাদের সুবর্ণ নাগরিক কার্ড দেওয়া হয়। পরে সমাজসেবা অধিদপ্তর থেকে কোনো সুযোগ-সুবিধা এলে তারা এই কার্ডের মাধ্যমে তা ভোগ করবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।