ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাংনী নব-নির্বাচিত পৌর মেয়রের দায়িত্বভার গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
গাংনী নব-নির্বাচিত পৌর মেয়রের দায়িত্বভার গ্রহণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনী পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেছেন নব-নির্বাচিত মেয়র আশরাফুল ইসলাম।

রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।


 
গাংনী পৌর পরিষদের কর্মকর্তা কর্মচারী কর্তৃক আয়োজিত দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে নব-নির্বাচিত মেয়রকে ফুল দিয়ে বরণ করেন মেহেরপুর পৌরসভার মেয়র মোতাছিম বিল্লাহ মতুসহ গাংনী পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।

পরে মেয়র আশরাফুল ইসলাম নব-নির্বাচিত কাউন্সিলদের ফুল দিয়ে বরণ করেন।

সাবেক প্যানেল মেয়র সামসুদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাস্টার, কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক ফজল, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, আওয়ামী মহিলা যুবলীগের সভানেত্রী সাহানা ইসলাম সান্তনা ও সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমীন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু ও বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম স্যার।

এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন, গাংনী পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচীব শামীম রেজা।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।