ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বংশালে গ্যাসের চুলার আগুনে দগ্ধ ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
বংশালে গ্যাসের চুলার আগুনে দগ্ধ ৩

ঢাকা: রাজধানীর বংশাল থানার আগামাছি এলাকার একটি বাসার গ্যাসের চুলা মেরামত করার সময় আগুন লেগে গৃহকর্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন।  

রোববার (০৭ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।



দগ্ধরা হলেন- গৃহকর্ত্রী পারভিন বেগম (৪৫) এবং মিস্ত্রি দেলোয়ার হোসেন (৩০) ও আব্দুল মালেক (৩৫)।

পারভিনের স্বামী ইয়াকুব আলী জানান, তাদের বাসার গ্যাসের চুলা খারাপ হওয়ায় স্থানীয় দুই মিস্ত্রি দিয়ে চুলা ঠিক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অগ্নিদগ্ধরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এজেডএস/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।