ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে ব্যবসা বাড়াতে আগ্রহী ব্রিটিশরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
বাংলাদেশে ব্যবসা বাড়াতে আগ্রহী ব্রিটিশরা

ঢাকা: ব্রিটিশ ব্যবসায়ীরা বাংলাদেশে তাদের বাণিজ্য বাড়াতে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নব নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এলিসন ব্লেইক।

রোববার (০৭ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, বাংলাদেশে ব্রিটিশ ব্যবসায়ীরা তাদের ব্যবসা বাড়াতে আগ্রহী, বিশেষ করে জ্বালানি খাতে।
 
বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্য সরকার সহযোগিতা অব্যহত রাখবে বলেও জানান হাইকমিশনার এলিসন। সাক্ষা‍ৎকালে জলবায়ু পরিবর্তন ঝুঁকি নিয়েও আলোচনা হয়।

যুক্তরাজ্য পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভুত তিন সংসদ সদস্য বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার কন্যা টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, সংসদ সদস্য রুশনারা আলী ও রূপা হকের প্রশংসা করেন হাইকমিশনার।

দায়িত্ব পালনকালে দু’দেশের সর্ম্পক বৃদ্ধিতে কাজ করবেন বলে জানান হাইকমিশনার এলিসন ব্লেইক। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে অমর একুশে বইমেলা ঘুরে দেখার অনুভূতি ব্যক্ত করেন তিনি।

নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দু’দেশের চলমান সর্ম্পকে সন্তোষ প্রকাশ করে এ সর্ম্পক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যুক্তরাজ্যের জনগণ ও রাজনীতিবিদদের সহযোগিতার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের অব্যহত সহযোগিতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তথ্য-প্রযুক্তিতে বাংলাদেশের অসাধারণ অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ইন্টারনেট সেবাকে সারাদেশে ছড়িয়ে দিয়েছি। অনলাইনে ২৫৭ ধরনের সেবা দেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষ প্রযুক্তিবান্ধব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রী কার্যালয় সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

** বাংলাদেশের সঙ্গে সর্ম্পককে নতুন উচ্চতায় নিতে চায় ভারত

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।