ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে অপহৃত কলেজছাত্রী সুনামগঞ্জে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
আশুগঞ্জে অপহৃত কলেজছাত্রী সুনামগঞ্জে উদ্ধার ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অপহৃত এক কলেজছাত্রীকে সুনামগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোশাররফ (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।



রোববার (০৭ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার দোয়ারা বাজার এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

আশুগঞ্জ থানা পুলিশ জানায়, যাত্রাপুর গ্রামের আওয়াল মিয়ার ছেলে মোশাররফ ২৫ জানুয়ারি সকালে কলেজে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় অপহৃত কলেজছাত্রীর মা আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার দোয়ারা বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।