ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চিলমারীর চরাঞ্চলে নতুন ভোর’র শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
চিলমারীর চরাঞ্চলে নতুন ভোর’র শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুর্গম চরাঞ্চলে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নতুন ভোর’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (০৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাত্রখাতা গ্রামের সামছুল হকের বাড়িতে এক হাজার দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল, জ্যাকেট ও সোয়েটার বিতরণ করা হয়।



বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন ভোর’র চেয়ারম্যান মো. রেজাউল করিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম।

অন্যান্যের মধ্যে ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলি, চিলমারী থানার ওসি মজনুর রহমান, সাংবাদিক রেজাউল করিম রেজা, ফজলে ইলাহী স্বপন, বাদশা সৈকত, নাজমুল হুদা পারভেজ, হুমায়ন কবির, শিক্ষাবিদ মাওলানা আব্দুল আজিজ, আব্দুল গফুর, আব্দুল মজিদ বিএসসি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।