ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরী কাঠ বাজারে পাওয়া গেলে ব্যবস্থা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
সুন্দরী কাঠ বাজারে পাওয়া গেলে ব্যবস্থা

জাতীয় সংসদ ভবন থেকে: সুন্দরী কাঠ খোলা বাজারে বিক্রির কোনো বৈধতা নেই বলে সংসদে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন। বাজারে বা কোনো গোলায় সুন্দরী কাঠ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মন্ত্রী।


 
রোববার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, সুন্দরবনের সুন্দরী কাঠ আহরণের পাস ইস্যু করা হয়না। সুন্দরবনের বন কর্মচারীরা বনজ সম্পদ পাচাররোধসহ যেকোনো বন অপরাধ প্রতিরোধে সার্বক্ষণিক তৎপর রয়েছেন।
 
বাজারে বা কোনো গোলায় সুন্দরী কাঠ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন মামলা দায়েরসহ বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
 
মুন্সীগঞ্জ-১ আসনের সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে প্রায় ২৩ লাখ হেক্টর সরকারি বন রয়েছে। যা দেশের মোট আয়তনের প্রায় ১৫ দশমিক ৫০ শতাংশ।
 
পাবনা-১ আসনের শামসুল হক টুকুর অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে বন বিভাগ নিয়ন্ত্রণাধীন বনাঞ্চলের পরিমাণ প্রায় ১৬ লাখ হেক্টর। এছাড়াও জেলা প্রশাসক নিয়ন্ত্রণাধীন আরও ৭ লাখ হেক্টর অশ্রেণিভুক্ত বনাঞ্চল রয়েছে।
 
** চালু হচ্ছে নিউইয়র্ক-বাংলাদেশ ফ্লাইট

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।