ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

১১ ঘণ্টা পরে উদ্ধার হলো পিএস মাহসুদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
১১ ঘণ্টা পরে উদ্ধার হলো পিএস মাহসুদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ঘন কুয়াশার কারণে কীর্তনখোলার চরে আটকে পড়া বিআইডব্লিউটিসির যাত্রীবাহী স্টিমার পিএস মাহসুদ ১১ ঘণ্টা পরে উদ্ধার হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে বিআইডব্লিউটিএর টাগবোট দুর্বারের সাহায্যে স্টিমারটি চর থেকে নামানো হয় বলে জানান স্টিমারের মাস্টার মো. ইদ্রিস হাওলাদার সিরাজি।



তিনি জানান, স্টিমারটি বর্তমানে বরিশাল বিআইডব্লিউটিসির ঘাটে রয়েছে। তবে এটি আজ আর মোড়লগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে না। সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সিডিউল টাইমে বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে পিএস মাহসুদ।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি’র সহকারী মহা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, বিআইডব্লিউটিএ’র টাগবোট দুর্বারের সাহায্যে জাহাজটি উদ্ধার করা হয়েছে। বিদেশি দুই নাগরিকসহ ৭৩ জন যাত্রী বিকল্প ব্যবস্থায় গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে।

তিনি আরো জানান, হুলারহাট ও মোড়লগঞ্জের উদ্দেশে যাত্রা বাতিল করে স্টিমারটি বরিশাল ঘাটে রাখা হয়েছে। সোমবার বিকেলে জাহাজটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

এর আগে শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে মোরলগঞ্জের উদ্দেশে ১৮০ জন যাত্রী নিয়ে রওনা দেয় স্টিমারটি।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঘন কুয়াশার কারণে দিক হারিয়ে কীর্তনখোলা নদীর চরকাউয়ায় চরে আটকে যায় স্টিমারটি।

জোয়ারের পানি বাড়লেও প্রায় এক ঘণ্টা চেষ্টা করেও তারা চর থেকে স্টিমারটি নদীতে নামাতে পারেননি। পরে ভাটা শুরু হলে আবারও জোয়ারের অপেক্ষায় থাকেন তারা। দুপুর ২টার দিকে জোয়ার শুরু হলে  স্টিমারটি নিজস্ব শক্তিতে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন মাস্টার। পরে বিকেল সোয়া ৪টার দিকে উদ্ধার কাজ শুরু হয়।

স্টিমারটি আটকে পড়ার পর বিদেশি দুই নাগরিকসহ হুলারহাট ও মোড়লগঞ্জের ৭৩ জন যাত্রী ছাড়া বরিশালের বাকী যাত্রীরা সকালে বিকল্প ব্যবস্থায় স্টিমার থেকে নেমে যান।

পরবর্তীতে হুলারহাট ও মোড়লগঞ্জগামী যাত্রীরাও দুপুরে নিজস্ব ব্যবস্থায় গন্তব্যের উদ্দেশে রওনা হন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।