ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যানজট নিরসনে গ্রামপুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
যানজট নিরসনে গ্রামপুলিশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সদরের হাজিরহাট বাজার সংলগ্ন রামগতি-লক্ষ্মীপুর সড়কে যানজট নিরসনে গ্রাম পুলিশ কাজ করছে।  
 
এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা যাতে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে যেতে ও পরীক্ষা শেষে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এ জন্য উপজেলা প্রশাসন এ ব্যবস্থা নিয়েছে।

  
 
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত যানজট নিরসনে গ্রামপুলিশদের কাজ করতে দেখা গেছে। চলতি এসএসসি এ সমমানের পরীক্ষা চলাকালীন সময়ে এ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানা গেছে।
 
যানজটমুক্ত রাখতে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল।   
  
উপজেলা সদরের হাজিরহাট বাজারে রাস্তার ওপর বাস থেকে যাত্রী ওঠা-নামা, ট্রাক থেকে পণ্য লোড-আনলোড, সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশাসহ বিভিন্ন যানবাহনের কারণে জট লেগে থাকে। এছাড়া যত্রতত্র পার্কিং, ফুটপাত দখল, চালক ও পথচারীরা নিয়ম মেনে না চলায় দীর্ঘসময় যানজটে আটকা পড়তে হয়।  
  
এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে যেতে কোনো দুর্ভোগে না পড়ে সে কারণে উপজেলা প্রশাসন যানজট নিরসনে গ্রামপুলিশ মোতায়েন করেছে।  
  
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে জানা গেছে, এসএসসি ও দাখিল পরীক্ষা চলাকালীন দিনগুলোতে যানজট নিরসনের জন্য কাজ করতে গ্রামপুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।   
  
ইউএনও মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার বাংলানিউজকে বলেন, যানজটের কারণে শিক্ষার্থী কিংবা অসুস্থ রোগীরা যেনো কোনোভাবে আটকা না পড়ে সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।  
  
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬       
এমজেড 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।