ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

৩০ ডাকাতকে পুলিশে দেওয়ায় উল্লাপাড়ার ৩ যুবক পুরস্কৃত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
৩০ ডাকাতকে পুলিশে দেওয়ায় উল্লাপাড়ার ৩ যুবক পুরস্কৃত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসসহ ৩০ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করায় স্থানীয় তিন যুবককে পুরস্কৃত করলেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ।

রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় তাদের পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।



পুরস্কার প্রাপ্তরা হলেন, উপজেলার কাওয়াক এলাকার জহুরুল ইসলাম রানা, মোহাম্মদ আব্দুস সালাম ও মো. হানিফুল হক। এদের প্রত্যেককে পুরস্কার স্বরূপ দুই হাজার নগদ টাকা ও সম্মাননা দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, এ পুরস্কারের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে জনগণের অবদানকে স্বীকৃতি দেওয়া হলো। সমাজের সব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি এভাবেই জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।  

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার ইউসুফ আলী, সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) আবুল হাসনাত, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন হাবিব, পৌর মেয়র নজরুল ইসলাম, কমিউনিটি পুলিশিং উপজেলা শাখার সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম, শ্রমিক নেতা আব্দুস সামাদ, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।  

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাস নিয়ে যাত্রীবেশে ডাকাতির চেষ্টাকালে উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে বাসসহ ৩০ ডাকাতকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনার স্বীকৃতি স্বরূপ রোববার পুলিশ সুপার তাদের পুরস্কৃত করলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
আরএ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।