ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে কৃষক মাঠ দিবস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
নীলফামারীতে কৃষক মাঠ দিবস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীতে বারি সরিষা-১৪ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রোববার(০৭ ফেব্রুয়ারি) সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দাউদ সবুজপাড়ায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী উপপরিচালক কার্যালয়ের প্রশিক্ষণ অফিসার আফতাব উদ্দিন।



টুপামারী ইউনিয়ন ফেডারেশনের সভাপতি আরতী রানী রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হিসেবে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, আরডিআরএস প্রধান কার্যালয়ের কৃষি ও পরিবেশ বিভাগের প্রধান মামুনার রশিদ, আরডিআরএস নীলফামারীর প্রকল্প সমন্বয়কারী খ ম রাশেদুল আরেফিন ও উপ সহকারী কৃষি কর্মকর্তা ভবানী মোহন রায়।

মাঠ দিবসের অনুষ্ঠানে কৃষক ভবেশ চন্দ্র রায় বারি সরিষা-১৪ জাতের ধান কর্তন করে বিঘা প্রতি ৪ মণ সরিষা উৎপাদন হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও আরডিআরএস’র আয়োজনে এবং কৃষি গবেষনা ফাউন্ডেশন ও কৃষি সম্পসারণ অধিদপ্তর নীলফামারীর সহযোগিতায় মাঠ দিবসে কয়েকশ কৃষক অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।