ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুন্নির জীবনযুদ্ধে টিকে থাকার অবলম্বন সেলাই মেশিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
মুন্নির জীবনযুদ্ধে টিকে থাকার অবলম্বন সেলাই মেশিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: স্বামী পরিত্যক্তা মুন্নি বিন। বয়স ৩৫।

বাড়ি সদর উপজেলার খাগডহর ইউনিয়নের মধ্যচর গ্রামে। দারিদ্রের সঙ্গে লড়াই করে দিন পার করছিলেন।

জীবনযুদ্ধে টিকে থাকতে হাতে সেলাই করতেন মেয়েদের থ্রিপিসসহ বিভিন্ন জামা-কাপড়। এ থেকে সামান্য আয়ে কুলিয়ে উঠতে পারছিলেন না।

৫ মাস বয়সী কন্যা সন্তান রাধিকাকে নিয়ে কীভাবে সামনের দিনগুলো পাড়ি দিবেন, এ নিয়ে ছিলেন চরম দুশ্চিন্তায়। কিন্তু একটি সেলাই মেশিনে তার মুখে হাসি ফুটেছে। মুন্নি বিন হাতে পেয়েছেন জীবনযুদ্ধে টিকে থাকার অবলম্বন সেলাই মেশিন।

মেয়ের উচ্ছ্বাসে মা স্বরস্বতীর (৫৫) চোখেও আনন্দাশ্রু। বললেন, ‘মাইয়্যাডারে লইয়্যা আর চিন্তা নাই। এই সেলাই মেশিন দিয়া কাজ কইরা আমার মাইয়্যা নিজের পায়ে দাঁড়াইতে পারবো। অহন মইরাও শান্তি পাইমু। ’

রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর পণ্ডিতপাড়া অ্যাথলেটিক ক্লাবে দুস্থ এ নারীর হাতে ময়মনসিংহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের কো-অপ্ট সদস্য মো: ইকরামুল হক টিটু’র পক্ষে সেলাই মেশিন তুলে দেন জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ফারুক হোসেন।

এ সময় নগরীর কাঁচিঝুলি এলাকার অতি দরিদ্র মজনু মিয়ার (৬০) দু’চোখে ছানি পড়ায় অস্ত্রোপাচারের জন্য তার হাতেও নগদ ৩ হাজার টাকা তুলে দেয়া হয়। একই সঙ্গে এ বয়োবৃদ্ধের পুরো চিকিৎসার ব্যয়ভার বহনেরও ঘোষণা দেন তিনি।

জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও স্থানীয় পণ্ডিতপাড়া অ্যাথলেটিক কাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জানান, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এটি পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটুর একটি মানবিক উদ্যোগ।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।