ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পরিত্যক্ত অবস্থায় ৭টি মোবাইল ফোন উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
পরিত্যক্ত অবস্থায় ৭টি মোবাইল ফোন উদ্ধার

বরিশাল: বরিশাল নগরীতে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ৫নং ওয়ার্ডের পলাশপুর থেকে এসব উদ্ধার করা হয়।



উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে একটি দা, একটি ছুরি ও একটি চাপাতি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) আবু সাইদ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিলন বিশ্বাসের নেতৃত্বে ডিবির একটি দল নগরীর ৫নং ওয়ার্ডের পলাশপুরে অভিযান চালায়।

এ সময় ওই এলাকার হযরত শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে মান্না সুমনের বাসার পিছনে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। পরে, ব্যাগের ভেতর থেকে দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।