ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে অপহৃত যুবক উদ্ধার, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
গোবিন্দগঞ্জে অপহৃত যুবক উদ্ধার, আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অপহরণের দু’দিন পর হাত-পা বাঁধা অবস্থায় বিমল সাহা (২৫) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এসময় জাহিদুল ইসলাম নামে  (৩৫) এক যুবককে আটক করেছে পুলিশ।



রোববার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কামদিয়া ইউনিয়নের পুঁইয়াগাড়ী গ্রামের এনামুল হকের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

বিমল সাহা কামদিয়া ইউনিয়নের রোয়াগাঁও গ্রামের প্রফুল্লু সাহার ছেলে এবং জাহিদুল একই ইউনিয়নের পুঁইয়াগাড়ী গ্রামের মৃত জরিপ উদ্দিনের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মাঠে ফসল দেখতে যায় বিমল। সেখান থেকে জাহিদুল তার লোকজনের সহায়তায় বিমলকে অপহরণ করে।

গোপন খবর পেয়ে বিকেলে পুঁইয়াগাড়ি গ্রামের এনামুল হোসেনের বাড়ি থেকে তার হাত-পা ও মুখে টেপ লাগানো অবস্থায় বিমলকে উদ্ধার করা হয়।  

এ ঘটনায় বিমলের ছোট ভাই সুমন সাহা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
   
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।