ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ৬০০ বোতল ফেনসিডিলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
যশোরে ৬০০ বোতল ফেনসিডিলসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরের শার্শায় পিকআপ ভ্যান বোঝাই ৬০০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
 
রোববার (০৭ ফেব্রুয়ারি) সকালে শার্শার গোড়পাড়া-বেনেয়ালী সড়কের কেরালখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।

 
 
আটকরা ব্যক্তিরা হলেন- শার্শার গোড়পাড়া গ্রামের ইয়াকুব মোড়লের ছেলে বাবুল হোসেন (২৮) ও একই উপজেলার কন্দপপুর গ্রামের বাসিন্দা ইসরাফিল হোসেন (৪৯)।  
 
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার কেরালখালী এলাকায় অভিযান চালিয়ে একটি সবজিবাহী পিকআপ ভ্যান থেকে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  
 
এ ঘটনায় পিকআপের হেলপার ও মাদক ব্যবসায়ীর এক সহযোগীকে আটক করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে  মামলা দায়ের করবে বলে জানান কোম্পানি কমান্ডার।
 
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।