ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে পরীক্ষার্থী বহিষ্কার, শিক্ষককে অব্যাহতি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
পার্বতীপুরে পরীক্ষার্থী বহিষ্কার, শিক্ষককে অব্যাহতি

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে এসএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষায় নকল করার দায়ে প্রশান্ত কুমার নামে এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, নকলে সহায়তার অভিযোগে গোলজার হোসেন নামে এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


 
রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পার্বতীপুর উপজেলার হাজী সানাউল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
 
হাজী সানাউল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মেহেরাব হোসেন বাংলানিউজকে জানান, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে এসে প্রশান্ত কুমারকে নকল করতে দেখতে পান। এ সময় ইউএনও’র নির্দেশে তিনি ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেন।
 
এছাড়া, নকলে সহায়তার অভিযোগে শিক্ষক গোলজার হোসেনকে পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়। গোলজার হোসেন হাবড়া ইউনিয়নের ঢাকুলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।  
 
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, অভিযুক্ত শিক্ষক গোলজার হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলা প্রশাসক বরাবর পত্র দিয়েছেন তিনি।  
 
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬       
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।