ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ছাত্রদলের আনন্দ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
নোয়াখালীতে ছাত্রদলের আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সাধারণ সম্পাদক ছাবের আহম্মদকে সদস্য নির্বাচিত করায় নোয়াখালীতে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল।

রোববার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়ক থেকে একটি আনন্দ মিছিল বের করে।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাইজদী পৌর বাজারের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শামছুদ্দোহা মিঠু, সাংগঠনিক সম্পাদক আবু হাছান মো. নোমান, নোয়াখালী শহর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক ফরহাদ চৌধুরী চয়ন।

শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ কমিটিতে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানকে যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাবের আহম্মদকে সদস্য নির্বাচিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।