ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ আর নেই আব্দুর রউফ

কুমিল্লা: কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুর রউফ (৭২) আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)।

রোববার (০৭ ফেব্রুয়ারি) রাত ১১টা ২৫ মিনিটে কুমিল্লা নগরীর মুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।



মহানগর সমবায় লীগ সভাপতি জুনায়েদ শিকদার তপু পরিবারের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, রাত ১১টার দিকে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করায় দ্রুত তাকে মুন হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার কিছুক্ষণ পরেই তিনি মারা যান।

তিনি কুমিল্লা অজিতগুহ কলেজের সাবেক অধ্যক্ষ এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি জেলা (দক্ষিণ) আওয়ামী লীগের সদস্য পদে রয়েছেন।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।