ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
সোনাগাজীতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মেজবাহ উদ্দিনের উপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৬০ থেকে ৬৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বাদী হয়ে এ মামলা দায়ের করেন।



পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় সোনাগাজীর জিরো পয়েন্ট এলাকায় ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যার গাড়ি বহরে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিশৃঙ্খলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। হামলায় পুলিশের পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিনসহ বেশ কয়েকজন আহত হয়।

পরে রোববার বিকেলে সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক আবুল খায়ের বাদী হয়ে অজ্ঞাত ৬০-৬৫ জনের নামে মামলা দায়ের করেন।

সোনাগাজী থানার ওসি হুমায়ুন কবির মামলা হওয়ার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।