ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে কাভার্ড ভ্যান চাপায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
দাউদকান্দিতে কাভার্ড ভ্যান চাপায় নিহত ২

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি ইলিয়টগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় রোকন (৩৭) নামে হাইওয়ে পুলিশের এক কনস্টেবলসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আবদুল্লাহ ও কাশেম নামে আরও ২ কনস্টেবল আহত হয়েছেন।



সোমবার (০৮ ফেব্রুয়ারি) ভোরে সোয়া ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকন ইলিয়টগঞ্জ হাইওয়ের পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। আহতদের উদ্ধার করে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের আহমেদ এ তথ্য বাংলানিউজকে জানিয়েছেন।

তিনি বলেন, রাতে হাইওয়েতে দায়িত্বপালনের সময় একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে কনস্টেবল রোকন ও কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন।

এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে বলে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।