ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৩০ মণ জাটকাসহ আটক ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
বরিশালে ৩০ মণ জাটকাসহ আটক ১৩ ছবি: প্রতীকী

বরিশাল: বরিশাল নগরের সাহেবেরহাট বন্দর থানার লাহারহাট এলাকায় অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা ও একটি ট্রাকসহ ১৩ জনকে আটক করা হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বরিশাল জেলা মৎস্য বিভাগ ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।



জেলা মৎস্য অফিসের কর্মকর্তা বিমল চন্দ্র জানান, জেলেরা জাটকা শিকার করে লাহারহাট এলাকা থেকে ট্রাকে করে অন্য এলাকায় পাচারের চেষ্টা করছিল। খবর পেয়ে বরিশাল নৌ ফাঁড়ি পুলিশ ও জেলা মৎস্য বিভাগ যৌথভাবে সেখানে অভিযান চালায়। এসময় ট্রাকটি আটক করে তাতে ৩০ মণ জাটকা পাওয়া যায়। পরে এসব জাটকা শিকার ও পাচারের কাজে নিয়োজিত ১৩ জনকে আটক করা হয়।

জব্দ করা মাছগুলো সোমবার এতিমদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, ট্রাকের চালক ও হেলপারসহ আটক ১৩ জনকে সোমবার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।