ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
পিরোজপুরে বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৩

পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে বাসের চাপায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা তিনজনে দাঁড়ালো।

 

নিহতরা হলেন রুবেল (২০), মান্না (২০) ও সালমান কাজী (২২)।
আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রুবেল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মান্নার মৃত্যু হয়।

নিহত রুবেল কদমতলা ইউনিয়নের মৃত হায়দারের ছেলে ও মান্না ওই এলাকার কেরামতের ছেলে।

এর আগে সোমবার সকালে নাজিরপুর থেকে পিরোজপুরগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সালমান মারা যান। এ সময় আহত হন তার তিন সঙ্গী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র দাস বাংলানিউজকে জানান, ঘাতক বাসটি আটক করা হলেও দুর্ঘটনার পর পর চালক ও হেলপার পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।