ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বিএনসিসির কেন্দ্রীয় প্রশিক্ষণ অনুশীলন উদ্বোধন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
আশুলিয়ায় বিএনসিসির কেন্দ্রীয় প্রশিক্ষণ অনুশীলন উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): সাভারে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) কেন্দ্রীয় প্রশিক্ষণ অনুশীলনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকার বিএনসিসির প্রশিক্ষণ মাঠে ১৪ দিনব্যাপী এ কর্মসূচি উদ্বোধন করা হয়।



বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর মহাপরিচালক এস এম ফেরদৌস।

প্রশিক্ষণ অনুশীলনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬৫০ জন ক্যাডেট অংশ নিয়েছেন। এদের মধ্যে ১৪২ জন নারী।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
টিআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।