ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদাবাজির তিন মামলায় নূর হোসেনের জামিন নামঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
চাঁদাবাজির তিন মামলায় নূর হোসেনের জামিন নামঞ্জুর নূর হোসেন

নারায়ণগঞ্জ: চাঁদাবাজির তিন মামলায় আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে মামলাগুলোর শুনানি অনুষ্ঠিত হয়।


 
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের উপ-পরিদর্শক গোলাম হোসেন জানান, তিনটি চাঁদাবাজির মামলায় পৃথকভাবে শুনানি হয়েছে। তিন মামলায়ই নূর হোসেনের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে দু’টি মামলা বিচারের জন্য জজকোর্টে পাঠানো হয়েছে। আর অপর মামলাটির শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে।
 
নূর হোসেনের পক্ষের আইনজীবী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা জানান, তিনটি মামলার মধ্যে একটি মামলার বাদী ইতোমধ্যে আসামির সঙ্গে আপোস করেছেন। ওই মামলাসহ তিন মামলায় আদালতে জামিনের আবেদন জানানো হয়েছিল। আদালত নামঞ্জুর করেছেন।
 
নূর হোসেনের বিরুদ্ধে সাত খুনের দু’টি, চাঁদাবাজির তিনটি এবং অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে ছয়টিসহ মোট ১১টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।