ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঘিওরে সড়ক দুর্ঘটনায় আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
ঘিওরে সড়ক দুর্ঘটনায় আহত ১৫ ছবি : প্রতীকী

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফলসাটিয়া এলাকায় এক বাসের ধাক্কায় অপর একটি বাসের ১৫ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা বাংলানিউজকে জানান, সকালে বরিশালগামী গোল্ডেন লাইনের একটি বাস ঢাকাগামী যাত্রীসেবা পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে যাত্রীসেবার ১৫ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।