ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

২০১৬ সালেই পিএসসি পরীক্ষা বাতিলের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
২০১৬ সালেই পিএসসি পরীক্ষা বাতিলের দাবি ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৮ নয়, ২০১৬ সাল থেকেই প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষা বাতিলের মাধ্যমে শিশুদের ওপর মানসিক চাপ বন্ধের দাবি জানিয়েছেন অভিভাবকরা।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।



মানববন্ধনে শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, ২০১৮ সাল থেকে পিএসসি পরীক্ষা বন্ধের ঘোষণা সরকারের প্রসংশনীয় উদ্যোগ। কিন্তু আমাদের দাবি ২০১৮ সাল নয়, ২০১৬ সাল থেকেই এ পরীক্ষা বন্ধ করতে হবে।

তারা বলেন, কোনো প্রয়োজন ছাড়া পিএসসি পরীক্ষার নামে শুধু শুধু কোমলমতি শিশুদের উপর অসহনীয় মানসিক চাপ ও অভিভাবকদের সীমাহীন হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এই হয়রানি বন্ধ করতে হবে।

জিপিএ-৫ এর কথা বলে স্কুলগুলোতে বাচ্চাদের ওপর বাড়তি পড়ার চাপ প্রয়োগ করা হচ্ছে। স্কুল শেষে অভিভাবকরা কোচিংসহ পড়া শেষ করতে বাড়িতে রাত ১২টা পর্যন্ত শিশুদের পড়াতে বাধ্য হচ্ছেন। এ চাপ অবিলম্বে বন্ধ করতে হবে।

মানববন্ধন শেষে শিক্ষা মন্ত্রণালয়ে স্বারকলিপি প্রদান করা হবে বলেও জানান অভিভাবকরা।
 
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
একে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।