ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): বাৎসরিক বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আশুলিয়ার ডিইপিজেডে দু’টি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন।
 
সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে লেনি ফ্যাশন ও শাহীন ফ্যাশন নামের দু’টি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এ কর্মবিরতি পালন করেন।



শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে মালিক কর্তৃপক্ষের কাছে বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। কয়েকবার আশ্বাস দিলেও মালিকপক্ষ তাদের দাবি মেনে না নিয়ে নতুন বছরেও আগের মতোই বেতন পরিশোধ করার সিদ্ধান্ত নেয়।

এ খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে লেনি ফ্যাশনের প্রায় ৩ হাজার শ্রমিক ও শাহীন ফ্যাশন লিমিটেডের প্রায় ২ হাজার শ্রমিক তাদের দাবি আদায়ে কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন।

এদিকে লেনি ফ্যাশন লিমিটেড কারখানার কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করে। তবে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এসময় নিরাপত্তার কারণে ডিইপিজেডের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা দু’টির সামনে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা,ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসএনএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।