ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
ফরিদপুরে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

ফরিদপুর: ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে দি নিরাময় হাসপাতালের সামনে ট্রাকচাপায় ইব্রাহিম হোসেন ওরফে ইবরা (১৪) নামে এক কিশোর আটোরিকশা চালক মারা গেছে।

নিহত ইবরা পশ্চিম খাবারসপুর জেলেপাড়া এলাকার রুস্তুম শেখের ছেলে।



ফরিদপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট তুহিন লস্কর বাংলানিউজকে জানান, সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফরিদপুর শহর থেকে ভাঙ্গাগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মারাত্মকভাবে আহত হয় ইবরা। দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি।

তিনি জানান, স্থানীয় লোকজন আহত ইবরাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করা হয়েছে।

নিহতের মরদেহ হাসপাতাল থেকে তার স্বজনদের হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।