ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
বগুড়ায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন থেকে অজ্ঞাত পরিচয় একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ বাংলানিউজকে এ তথ্য জানান

তিনি আরও জানান, রোববার (০৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে ইউনিয়নের বাওইটোনা ইছামতি নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১০ টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের হাতের রগকাটা ছিলো। পরণে রয়েছে লাল শার্টের ওপর ছাই রংয়ের সোয়েটার ও ধূসর রংয়ের ট্রাউজার। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি এবং বয়স প্রায় ৪০ বছর হবে বলেও জানান তিনি।

দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না বলে জানান শাহীদ মাহমুদ।
 
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এমবিএইচ/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।