ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু আহত

সিনিয়র করেনসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু আহত

ঢাকা: রাজধানীর লালবাগ পলাশীর মোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।



আহত শিশুরা হলো- রাব্বি (৯) ও মোবারক (৮)। তারা দু’জনই পলাশী এলাকার ফুটপাতে থাকে।

মোবারকের বাবা রিকশাচালক সেন্টু মিয়া জানান, সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে পলাশীর বুয়েট সংশগ্ন বেড়া ঘেরা ট্রান্সমিটারে প্রবেশ করে রাব্বি ও মোবারক। এ সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয় তারা। আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন।

রাব্বির শরীরের ২৫ শতাংশই পুড়ে গেছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল।

তিনি জানান, রাব্বির অবস্থা আশঙ্কাজনক। তবে সেই তুলনায় মোবারকের তেমন কিছু হয়নি।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এজেডএস/ইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।