ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অভয়নগরে ট্রাকচাপায় পুলিশের এসআই নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
অভয়নগরে ট্রাকচাপায় পুলিশের এসআই নিহত ছবি: প্রতীকী

যশোর: যশোরের অভয়নগর উপজেলার বর্ণি এলাকায় ট্রাকের ধাক্কায় আলেক খান (৪০) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

সোমববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নড়াইল-বিছালি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এসআই আলেক খান খুলনার ফুলতলা উপজেলার ছাতিয়ানী গ্রামের মৃত আব্দুস সাত্তার খানের ছেলে। তিনি ফরিদপুরের বোয়ালমারী থানায় কর্মরত ছিলেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, এসআই আলেক মোটরসাইকেলে করে নড়াইলের দিকে যাচ্ছিলেন। পথে বর্ণি মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।