ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে এক ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
হবিগঞ্জে এক ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত ছবি: প্রতীকী

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলওয়ে গেটের কাছে এক ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার লাবু খন্দকার (২০) নিহত হয়েছেন।

তিনি ঝিনাইদহ সদর উপজেলার আদগোপালপুর গ্রামের আলম খন্দকারের ছেলে।



সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বাংলানিউজকে জানান, সকালে লস্করপুর রেলওয়ে গেটের কাছে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় পেছন থেকে অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পেছনের ট্রাকের হেলপার লাবু খন্দকার মারা যান।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।