ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে বাসচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
মাধবপুরে বাসচাপায় শিশু নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় বাসের চাপায় মুর্শেদা (৭) নামে একটি শিশু নিহত হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কের উভয়পাশে পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে বুঝিয়ে অবরোধ তুলে দেয়।

নিহত মুর্শেদা উপজেলার হরিতলা পশ্চিম গ্রামের রহমত আলীর মেয়ে। সে স্থানীয় শাহপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মুর্শেদা দুপুরে শাহপুর এলাকায় রাস্তা পার হচ্ছিল। এসময় সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, স্থানীয় লোকজন রতনপুর এলাকা থেকে বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।