ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দেবিদ্বারে ১৬০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
দেবিদ্বারে ১৬০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ১৬০০ পিস ইয়াবা ও ১২ হাজার নগদ টাকাসহ আন্ত‍ঃজেলা মাদক ব্যবসায়ী আমির হোসেন (৩২) ও তার স্ত্রী নাজমা বেগমকে (২৬) আটক করেছে থানা পুলিশ।
 
সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি চালিত একটি অটোরিকশা থেকে তাদের আটক করা হয়।



আটক আমির হোসেন মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সিলংপুরের কান্দা (মধ্যনগর) গ্রামের জাহের ইসলামের ছেলে ও তার স্ত্রী নাজমা বেগম একই উপজেলার ধামঘর গ্রামের মেহের মিয়ার মেয়ে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার উপ পরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পৌর এলাকার মরিচাকান্দা গ্রামের বাখরাবাদ গ্যাস ফিল্ড সড়কে মুরাদনগরগামী একটি অটোরিকশায় তল্লাশি চালায়। এ সময় নাজমা বেগমের ভ্যানিটি ব্যাগ থেকে  মাদক ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাদের দু’জনকে আটক করে পুলিশ।

তিনি আরো জানান, আটক দম্পতি দীর্ঘদিন ধরে মুরাদনগর থেকে মাদক এনে দেবিদ্বার এলাকায় সরবরাহ করে আসছিলো। তাদের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের কোর্ট হাজতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।