ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কসবায় ২৫ কেজি গাঁজাসহ ট্রাক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
কসবায় ২৫ কেজি গাঁজাসহ ট্রাক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ২৫ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক আটক করা হয়েছে।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সীমান্তবর্তী আকসিনা এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ১২ এর একটি দল এসব আটক করে।



বিজিবি-১২ এর অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে ওই ট্রাকটিকে থামার সংকেত দেয় বিজিবি। কিন্তু চালক ও তার সহযোগী ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।