ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
শৈলকুপায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় উজ্জ্বল বিশ্বাস (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমী মজুমদার এ আদেশ দেন।


 
দণ্ডাদেশপ্রাপ্ত উজ্জ্বল বিশ্বাস শৈলকুপা উপজেলার বড় কুলচারা গ্রামের চতুর আলী বিশ্বাসের ছেলে।
 
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, উজ্জ্বল বিশ্বাস দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে -এমন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
 
দুপুরে ভ্রাম্যমাণ আদালত হাজির করলে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয় বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।