ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে দিনেদুপুরে ছিনতাই

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
সাভারে দিনেদুপুরে ছিনতাই ছবি: প্রতীকী

সাভার (ঢাকা): সাভারে দিনেদুপুরে দুই নারীর কাছ থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের রেডিও কলোনীতে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সাভারের একটি ব্যাংক থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করেন জামসিং এলাকার দুই নারী। তারা টাকা নিয়ে রিকশাযোগে সাভারের রেডিও কলোনী এলাকায় পৌঁছলে মোটরসাইকেলে আসা দুই যুবক তাদের রিকশার গতিরোধ করে ব্যাগে থাকা ৬০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

এ সময় নারীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলেও ছিনতাইকারীদের আটক করা সম্ভব হয়নি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বাংলানিউজকে ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ছিনতাইয়ের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।