ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরকে বাল্যবিয়ে মুক্ত করতে সাইকেল ভ্রমণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
মেহেরপুরকে বাল্যবিয়ে মুক্ত করতে সাইকেল ভ্রমণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: ‘সচেতনতাই পারে বাল্যবিয়ে রোধ করতে” স্লোগানে বাল্যবিয়ে মুক্ত জেলা গড়তে মেহেরপুরে বাইসাইকেল ভ্রমণ শুরু করেছেন একদল যুবক।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ ভ্রমণের উদ্বোধন করেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম।


 
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আহমারউজ্জামানসহ অনেকে।

স্বপ্নময়ী তরুণ সাইক্লিং গ্রুপের উদ্যোগে এ ভ্রমণে ১২ যুবক অংশ নিচ্ছেন। তাদের দলনেতা মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, জেলার তিন উপজেলায় তারা ভ্রমণ করবেন। এ সময় সাধারণ মানুষের মধ্যে বাল্যবিয়ের কুফল সম্পর্কে লিফলেট বিতরণ করবেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।