ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ইছামতি নদী থেকে গরু রাখালের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
ইছামতি নদী থেকে গরু রাখালের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার ইছামতি নদী থেকে নিখোঁজ গরু রাখাল আলী বাদশার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।  
 
সোমবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সীমান্তবর্তী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 
 
আলী বাদশা দেবহাটা উপজেলার টাউন শ্রীপুর গ্রামের বাবর আলীর ছেলে।  
 
দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) রেজা বাংলানিউজকে বলেন, আলী বাদশা চারদিন ধরে নিখোঁজ ছিলেন। বিকেলে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  
 
তিনি আরও জানান, আলী বাদশার স্বজনরা জানিয়েছেন, তিনি চারদিন আগে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।
 
পরিবারের সদস্যদের অভিযোগ, আলী বাদশাকে আটকের পর নির্যাতন করে ইছামতি নদীতে ফেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। পরে, নদীতে তার মৃত্যু হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।