ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে হচ্ছে ইকোপার্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে হচ্ছে ইকোপার্ক

নারায়ণগঞ্জ:  শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে ইকোপার্ক এবং পশ্চিম পাড়ের সৌন্দর্য্য বর্ধনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)  চেয়ারম্যান কমডোর মোজাম্মেল হক।

সোমবার(৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি সরেজমিনে বন্দর সেন্ট্রাল খেয়াঘাট, পূর্ব পাড়ে ময়মনসিংহ পট্টি এলাকা ঘুরে সাংবাদিকদের এসব কথা জানান।



সোমবার সকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানকে সাথে নিয়ে তিনি শীতলক্ষ্যা নদীর পূর্ব ও পশ্চিম পাড় এলাকা ঘুরে দেখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ অঞ্চলের যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন।

এ দিকে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে বিআইডব্লিউটিএ’র জমি লিজ নিয়ে ডকইয়ার্ডের সাইনবোর্ড ব্যবহার করে সাইকেল গ্যারেজ ও ইট বালুর ব্যবসার পরিচালনা করে আসছিলো কতিপয় ব্যক্তি।

কমোডর মোজাম্মেল হক দ্রুত ওই জমির লিজ বাতিল করে সেখানে ইকোপার্ক নির্মাণের জন্য মাটি ভরাটের নির্দেশ দেন এবং মঙ্গলবার থেকেই মাটি ভরাটের কাজ শুরু করার কথা বলেন। পাশাপাশি তিনি ময়মনসিংহ পট্টির জমির উপর থাকা একটি মসজিদ ও তিনটি মন্দিরের স্থাপনা সরিয়ে নিতে একতা ও সততা ভূমিহীন সমবায় সমিতির নেতৃবৃন্দকে নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।