ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

২২ ফেব্রুয়ারি জামালপুরে যাচ্ছেন রাস্ট্রপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
২২ ফেব্রুয়ারি জামালপুরে যাচ্ছেন রাস্ট্রপতি রাষ্ট্রপতি আবদুল হামিদ

জামালপুর: ২২ ফেব্রুয়ারি জামালপুর সরকারি আশেক মাহামুদ কলেজের ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ জামালপুরে আসছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাস্ট্রপতি সফর ব্যবস্থাপনা কমিটির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট বাকী বিল্লাহ।



রাষ্ট্রপতি ওই দিন জামালপুর সরকারি আশেক মাহামুদ কলেজের ৭০ বছর পূর্তি উপলক্ষে পুণর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি আরও জানান, সফরসূচি অনুযায়ী দুপুরে তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনায় তার নিকটাত্মীয়ের বাড়িতে দুপুরের খাবার খাবেন। পরে সরিষাবাড়ী থেকেই ঢাকার উদ্দেশে রওনা দিবেন।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।